লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ০৬ নং ভাদাই ইউনিয়নটি অবস্থিত। ইউনিয়নের উত্তরে কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ, দক্ষিণে মহিষখোচা ইউনিয়ন পরিষদ, পূর্বে সারপুকুর ইউনিয়ন পরিষদ, পশ্চিমে পলাশী ইউনিয়ন পরিষদ অবস্থিত।
০১্। নাম – ৬নং ভাদাই ইউনিয়ন পরিষদ।
০২। আয়তন – ১৭.৬৩ (বর্গ কিঃ মিঃ)
০৩। লোকসংখ্যা – ৪০,০০০ জন(প্রায়)
০৪। মোট ভোটার সংখ্যা ২০১৯ সাল উপজেলা নির্বাচন অনুযায়ী- ২০১১০ জন
০৫। মহাবিদ্যালয় – ০২ টি
০৬। গ্রামের সংখ্যা-০৯ টি
০৭। মৌজার সংখ্যা-০৮ টি
০৮। ওয়ার্ড সংখ্যা-০৯ টি
০৯। স্থাপন কাল-১৯৭৪ খ্রিঃ
১০। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭ টি
১১। কলেজ- ২ টি
১২। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০৩ টি
১৩। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-০৪ টি
১৪। এতিম খানা-০১ টি
১৫। এবতেদায়ী মাদ্রাসা-০৭ টি
১৬। দাখিল মাদ্রাসা-০১ টি
১৭। শিক্ষার হার-৮০%
১৮। রাস্তা ও সড়কের পরিমান পাকা-৩০ কি:মি:, কাচা- ১১০ কি:কম:
১৯। খোয়ার-০৯ টি
২০। জমির মরিমাণ (একরে) একফসলী-২৫০হেক্টর, দু, ফসলী-৪০০ হেক্টর, তিন ফসলী-৯২৯ হিক্টর
২১। নলকূপের সংখ্যা-গভির-০১টি, অগভির-২৫০০ টি
২২। মসজিদের সংখ্যা- ৫৭ টি
২৩। মন্দিরের সংখ্যা-৩৭ টি
২৪। ইদগাহ মাঠ-৫ টি
২৫। কবর স্থান-০১ টি
২৬। শষাণ ঘাট- ০৯ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS