Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

:::::::::::::::::: ভাদাই ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ::::::::::::::::::


মাসিক সভা সমূহ

সভারস্থান         : ইউনিয়ন পরিষদ কার্যালয়

সভারসভাপতি    : মো: অাজাহার আলী, চেয়ারম্যান(ভাঃপ্রঃ), ০৬নং ভাদাই ইউ,পি

সভায়উপস্থিতসদস্য/সদস্যাবৃন্দঃ

  

ক্রমিক

নাম

পরিচয়

পদবী

০১

মো: অাজাহার আলী

চেয়ারম্যান(ভাঃপ্রঃ)

সভাপতি

০২

মোছা: শাহানারা বেগম

সদস্যা

সদস্য

০৩

জয়ন্তী রানী রায়

সদস্যা

সদস্য

০৪

মোছাঃ অাজলেমা বেগম

সদস্য

সদস্য

০৫

বিনয় কুমার রায়

সদস্য

সদস্য

০৬

                        মো: শামছুল হক

সদস্য

সদস্য

০৭

মো: ইউনূছ খন্দকার

সদস্য

সদস্য

০৮

মোঃ নজরুল ইসলাম

সদস্য

সদস্য

০৯

মোঃ আলমগীর হোসেন

সদস্য

সদস্য

১০

মো: শফিকুল ইসলাম

সদস্য

সদস্য

১১

মো: আসাদুল হক

সদস্য

সদস্য


আলোচ্য সুচী:

১. ২০১৩-১০১৪ইং সালের ইউ,পি বাজেট প্রস্তুত প্রসঙ্গ।

২. অর্থনৈতিক শুমারী ২০১৩ সফল করা প্রসংগে।

২. বিবিধ

  বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। অদ্যকার সভাপতি সাহেব সভার আসন গ্রহন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরম্ন করার জন্য অনুমতি প্রদান করেন। বিগত সভা গুলির উপর অনেক্ষন আলাপ

আলোচনা অমেত্ম সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। জনাব সভাপতি সাহেব অবগত করেন যে, সারা দেশব্যাপি অর্থনৈতিক শুমারী শুরম্ন হয়েছে। তারই অংশ হিসাবে অত্র আটুলিয়া ইউনিয়নে অর্থনৈতিক শুমারী সফল করতে হবে। এ ব্যাপারে তিনি কমিটির সকল সদস্যদের কে সহযোগিতা করার জন্য আহবান জানান। সভাপতি সাহেব আরো বলেন যে এ কর্মসূচি বিষয়ে বিসত্মারিত আলোচনা হোক। তার প্রসত্মাবের পর সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। উপজেলা পরিসংখ্যান দপ্তর থেকে আগত বাবু বিকাশ কুমার মন্ডল বলেন শুমারী কাজে নিয়োজিত গননাকারী ও সুপারভাইজারদের সার্বিক ভাবে সহযোগিতা করতে হবে। কোন পরিবার যেন বাদ না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মাইকিং সহ ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে জনগনকে সচেতন করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন। বিসত্মারিত আলোচনা শেষে অর্থনৈতিক শুমারী ২০১৩ কে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতার পাশাপাশি প্রচারের মাধ্যমে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত  সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।

      

           অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।