অদ্যকার ১৮/০৯/২০১৩ তারিখের অধিবেশনে ০৬নং ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভাঃপ্র) জনাব, মো: অাজাহার আলী সভাপতির আসন গ্রহন করিলে সভার কার্য আরম্ভ করা হয়।
সভার আলোচ্য সূচি নিম্ন রম্নপ-
১। বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।
২। অর্থনৈতিক শুমারী ২০১৩ সফল করা প্রসংগে।
৩। বিবিধ
বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। অদ্যকার সভাপতি সাহেব সভার আসন গ্রহন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরম্ন করার জন্য অনুমতি প্রদান করেন। বিগত সভা গুলির উপর অনেক্ষন আলাপ
আলোচনা অন্তে সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। জনাব সভাপতি সাহেব অবগত করেন যে, সারা দেশব্যাপি অর্থনৈতিক শুমারী শুরম্ন হয়েছে। তারই অংশ হিসাবে অত্র ভাদাই ইউনিয়নে অর্থনৈতিক শুমারী সফল করতে হবে। এ ব্যাপারে তিনি কমিটির সকল সদস্যদের কে সহযোগিতা করার জন্য আহবান জানান। সভাপতি সাহেব আরো বলেন যে এ কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হোক। তার প্রসত্মাবের পর সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। উপজেলা পরিসংখ্যান দপ্তর থেকে আগত সাইফুর রহমান (জোনাল অফিসার) বলেন শুমারী কাজে নিয়োজিত গননাকারী ও সুপারভাইজারদের সার্বিক ভাবে সহযোগিতা করতে হবে। কোন পরিবার যেন বাদ না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মাইকিং সহ ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে জনগনকে সচেতন করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন। বিস্তারিত আলোচনা শেষে অর্থনৈতিক শুমারী ২০১৩ কে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতার পাশাপাশি প্রচারের মাধ্যমে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS